নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ভ্যানচালক হান্নান খান (৬০) নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বুড়িখালি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। হান্নানের পায়ে ও মাথায় কোপানোর চিহৃ রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নড়াইলের বুড়িখালি গ্রামে বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে ওই গ্রামের আয়ুব মোল্যা ও মিন্টু খানের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে মিন্টু খান পক্ষের হান্নান খান, ফারুক ভূইয়া, রাজিব ভুইয়া ও তবিবর ভূঁইয়া আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হান্নান মারা যান।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
