আমার সিলেট রিপোর্ট:মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আলিশারকুল গ্রামে নিখোঁজের ৫দিন পর খাল থেকে ফুলমতি বেগম (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার হয়েছে। তিনি একই গ্রামের মোঃ দিলদার মিয়ার মেয়ে। পাঁচ দিন নিখোঁজ থাকার পরেও কেন নিখোঁজ ডায়েরি করা হয়নি এ বিষয়ে এখনো বিস্তারিত জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ১ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে ঘরের বাইরে প্রাকৃতিক কাজ করতে বের হন ফুলমতি বেগম। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
দীর্ঘ পাঁচ দিন পর আজ সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি খালে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের পরিবার অভিযোগ করেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাতের অন্ধকারে খালে ফেলে গেছে। তারা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পারিবারিকভাবে এ ঘটনায় কোন নিখোঁজ ডায়েরি করা হয়েছে কিনা তার প্রাথমিক কোন তথ্য পাওয়া যায়নি।
