ফিসারী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার!

0
99
ফিসারী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার!

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহসড়কের কাটাগাং হাইওয়ে থানার সন্নিকটে ফিসারী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।

১৪ জুন শনিবার বিকাল ৪টায় স্থানীয় জনতা পানিতে ভাঁসা অবস্থায় একটি লাশ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানান।

স্থানীয়দের এলাকাবাসী জানান, বিদ্যুৎতের লাইনে শর্ট লেগে লোকটি মৃত্যু হয়েছে বলে ধারনা করেন। মৃত ব্যাক্তি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়গ্রামের বাসিন্দা জামাল উদ্দীনের ছেলে ফাহাদ আহমেদ (৩৫)। তিনি কাটাগাং এলাকায় ফিসারী লীজ নিয়ে মাছ চাষ করছেন। নিজ ফিসারিতে বৈদ্যুতিক লাইনে শর্ট লেগে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।