শ্রীমঙ্গলের কৃতি সন্তান সুকণ্যার গ্রাজুয়েশনে সাফল্য

0
6758

কাওছার ইকবাল: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক ও মৌলভীবাজারের প্রাক্তন সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী’র বড়মেয়ে শ্রীমঙ্গলের কৃতি সন্তান সুকণ্যা চক্রবর্তী অতি সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়া অংগরাজ্যের সানফ্রান্সিসকোর “University of Sanfransisco” থেকে “International Studies” বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে।

সুকণ্যা গত ৮ অক্টোবর ২০২১ ইংরেজিতে স্কলারশীপসহ নিজ প্রচেষ্টায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আমেরিকা গমন করে। বর্তমানে সে আমেরিকায় একটি প্রতিষ্ঠিত বানিজ্যিক প্রতিষ্ঠানে চাকুরীতে যোগদান করেছে। সে ভবিষ্যতে International Development বিষয়ে PHD করতে আগ্রহী।

উল্লেখ্য, সুকণ্যা চক্রবর্তী শ্রীমঙ্গলের স্বনামধন্য শিক্ষাগুরু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক প্রয়াত নীলিমা চক্রবর্তীর নাতনী।

সুকণ্যার গর্বীত পিতা ডা. সত্যকাম চক্রবর্তী বলেন, তার এই অগ্রযাত্রায় দেশে বিদেশের যে সকল শুভানূধ্যায়ী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব শুভকামনা সহ শুভাশীর্বাদ জানিয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।