মা’কে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড:আসামি পলাতক

0
18
মা'কে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড:আসামি পলাতক

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামে আঙ্গুরা বেগম (৫০) কে গলা কেটে হত্যার ঘটনায় তার ছেলে ফজল মিয়াকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ জুন) দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ-২ মোঃ ইয়াছির আরাফাত এ দন্ডাদেশ প্রদান করেন। তবে রায় ঘোষণাকালে আসামী পলাতক ছিল। পেশকার তপন চন্দ্র সিংহ জানান, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ বিষয় নিয়ে আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করে তার সন্তান ফজল মিয়া। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় আঙ্গুরা বেগমের ভাই বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের আব্দুর রশিদ বাদী হয়ে ফজল মিয়াকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পরের দিন ফজল মিয়া আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। নবীগঞ্জ থানার এসআই সফিকুল ইসলাম ওই বছরের ২১ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন হাজতবাসের পর সে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসে।
পরে ২০১৯ সালের ১৬ জুলাই সে পলাতক হয়। আদালত ১২জনের স্বাস্থ্য গ্রহণ শেষে গতকাল বুধবার বিকেলে উল্লেখিত রায় প্রদান করেন। সে ওই গ্রামের মৃত আশ্বব আলীর পুত্র।
পেশকার আরও জানান, আদালতের নির্দেশে সাজা পরোয়ানা নবীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় প্রেরণ করা হবে।