মুল্লুক চলো” আন্দোলনের শত বছর পেরিয়ে ও চা শ্রমিকরা অবহেলায়: মিলেনি দিনটি স্বীকৃতি!

0
346
চা বাগানে কর্মরত যা শ্রমিকরা

আমার সিলেট রিপোর্ট: ১৯২১ সালের এই দিনে অর্থাৎ আজ থেকে প্রায় ১০৩ বছর পূর্বে ২০শে মে তৎকালীন ব্রিটিশ সরকার ও চা বাগান মালিকপক্ষ কুমিল্লা জেলার তখনকার চাঁদপুর মহকুমার (একসময় সেখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে জাহাজ যোগে যাতায়াত হত,বর্তমান চাঁদপুর জেলা) জাহাজ ঘাটে চা-শ্রমিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় আপ্রাণ হারান কয়েক শতাধিক চা শ্রমিক নারী-পুরুষ। চা-শ্রমিকদের রক্তাক্ত এ আন্দোলন চা বাগান অধ্যুষিত এলাকায় ‘মুল্লুক চলো’ অর্থাৎ নিজের দেশে চলো আন্দোলন হিসেবেই পরিচিত।

মুল্লুক চলো” আন্দোলনের শত বছর পেরিয়ে ও চা শ্রমিকরা অবহেলায়: মিলেনি দিনটি স্বীকৃতি!


বিস্তারিত আসছে