মৌলভীবাজারে বন্যার পানিতে একসাথে কিশোর ও শিশুর মৃত্যু!

0
18
মৌলভীবাজারে বন্যার পানিতে একসাথে কিশোর ও শিশুর মৃত্যু!

আমার সিলেট রিপোর্ট:মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা এলাকায় বন্যার পানিতে কলার বেলা ছড়াতে গিয়ে পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে এর মধ্যে একজন শিশু ও অপরজন কিশোর।

বৃহস্পতিবার (২০জুন) সকাল সাড়ে ১১ টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সদর উপজেলার পশ্চিম শ্যামের কোনা গ্রামের জমির আলীর ছেলে হ্নদয় আহমদ (১৫) ও পছন মিয়ার মিয়ার ছেলে ছাইম (১০)।
স্থানীয়দের সূত্রে জানা যায় প্রথমে শিশু ছায়েম কলার বেলা ছড়াতে গিয়ে পানিতে পড়লে তাকে বাঁচাতে গিয়ে হৃদয়ও পানিতে ডুবে যায়, এ ঘটনায় পানিতে ডুবে উভয়ের মৃত্যু হয়।

তাৎক্ষনিক খবর পেয়ে সদর হাসপাতালে আসেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক ও চাঁদনী ঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতার উদ্দিন। এসময় মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে দু’জনকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকার অনুদান প্রদানের ঘোষনা দেয়া হয়।

চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আকতার উদ্দিন জানান, ধলাই নদীর বাঁধ ভেঙে শ্যামেরকোনা গ্রামসহ আশেপাশের গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে গেছে সকালে এক কিশোর ও এক শিশু সাঁতার না জানার কারণে দু’জনই ডুবে যায়। প্রতিবেশীরা এই ঘটনা দেখে দু’জনকে পানি থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।