শ্রীমঙ্গল উপজেলা পরিষদে নব নির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন

0
19
শ্রীমঙ্গল উপজেলা পরিষদে নব নির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন

আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৫-জুন-২০২৪) সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদেরকে শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার মো. আবু আহমদ সিদ্দিকী। গত ২৯ মে ২০২৪ ইং তারিখে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন ভানু লাল রায়। প্রথমবার নির্বাচন করে সাবেক উপজেলা চেয়ারম্যান রণদীর কুমার দেবের ছেলে রাজু দেব রিটন চেয়ারম্যান পদে ভাইস-চেয়ারম্যান ও হাজেরা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
শপথ শেষে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার ও স্থানীয় নেতৃবৃন্দ।