হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু!

0
14
হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু!

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) সকাল ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

রবিউল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় অন্তর্ভুক্ত ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল করীম বলেন, রবিউল সম্প্রতি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন। আজ সকালে থানার সামনে মহাসড়কে কর্তব্যরত অবস্থায় ছিলেন।

এসময় সড়ক পারাপার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে।