শ্রীমঙ্গলে ইভটিজিং ও শ্লীলতাহানির দ্বায়ে ১জনের সাজা

    0
    219

    আমারসিলেট24ডটকম,ফেব্রুয়ারী,রমাদেবঃ শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউপির অন্তর্গত শাসন এলাকার ইলামপাড়া গ্রামের মৃত আলফু মিয়ার মেয়ে রোজিনা আক্তার  দশরত উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরিক্ষার্থী। তাকে দীর্ঘ দিন যাবত ইভটিজিং করে আসছে একই এলাকার মরতুজা নিয়ার ছেলে ছায়েদ আলী (২৬)। ঘটনার বিবরণে জানা যায়, ছায়েদ আলী প্রতি দিন  রোজিনা আক্তারকে বিরক্ত করে। সে যখন স্কুলে যায় তখন তার পথরোধ করে অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচি পুর্ন মন্তব্য করতো বলে জানায়। বেশ কয়েকবার রোজিনাকে প্রেমের প্রস্তাবও দেয়,রোজিনা তাতে সাড়া না দেওয়ায়, আজ সকালে  ছায়েদ আলী তাদের বাড়িতে চলে যান। রোজিনা তখন পড়ার টেবিলে, সুযোগ বুঝে ঘরে ঢুকে আবারও তাকে একই প্রেমের প্রস্তাব দেয়,তার প্রস্তাবে রাজী না হওয়ায় জোর করে শ্লীলতাহানির চেষ্টা করিলে, রোজিনার চিৎকারে আস-পাশের লোকজন চলে আসে এবং ছায়েদ আলীকে হাতে-নাতে আটক করা ফেলে।সাথে সাথে শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল্লাহকে সংবাদ দিলে তাৎক্ষনিক এস,আই ওমর ফারুককে  ঘটনাস্থলে পাঠান।এস,আই ওমর ধৃত ছায়েদ আলীকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। ভ্রাম্যমান আদালত ঘটনার  পুর্ন বিবরণ শুনে ছায়েদ আলীকে ৬ মাসের সাজা প্রদান করেন। পুলিশ সূত্রে জানা গেছে ছায়েদ আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।