একটু পরেই জানা যাবে এসএসসি পরীক্ষা চলবে কি না

    0
    236

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১ ফেব্রুয়ারীঃ অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা চলবে কি না, এ ব্যাপারে সিদ্ধান্ত দেয়া হবে দুপুরে। দুপুরের দিকে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। যদিও নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল সোমবার থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা।

    শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কক্ষে জরুরি সভা শুরু হয়েছে বলেও জানা গেছে। এতে উপস্থিত রয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খানসহ শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।