অবশেষে খালেদার বিরুদ্ধে পরোয়ানা প্রত্যাহারের আবেদন

    2
    388

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩মার্চঃ জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন  খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করা হয়েছে।

    মঙ্গলবার সকালে এই আবেদন করা হয় বলে জানান খালেদার আইনজীবী সানাউল্লাহ মিঞা।সানাউল্লাহ  আরও বলেন, এদিন দুপুরে এ আবেদনের ওপর শুনানি হবে।

    ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ওই দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।