অবশেষে স্বীকার করল আমেরিকা !

    0
    303

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮আগস্ট: মার্কিন সরকার অবশেষে স্বীকার করেছে যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারচিন সামরিক ঘাঁটি কোনো পরমাণু স্থাপনা নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি গতকাল (বৃহস্পতিবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন। দীর্ঘদিন ধরে মার্কিন কর্মকর্তারা ইরানের পারচিন সামরিক ঘাঁটির বিষয়ে আপত্তি জানিয়ে আসছেন এবং ইরান ওই ঘাঁটিতে গোপনে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে বলে ভিত্তিহীন অভিযোগ করে আসছিলেন।

    সংবাদ ব্রিফিংয়ে জন কিরবি পারচিন ঘাঁটিকে প্রচলিত সামরিক ঘাঁটির বলেই স্বীকার করেছেন। সাংবাদিকদেরকে তিনি বলেন, “আমি মনে করি এটা স্মরণ রাখা দরকার যে, আপনারা যখন পারচিন ঘাঁটি নিয়ে কথা বলছেন তখন একটি প্রচলিত সামরিক ঘাঁটি নিয়েই কথা বলছেন; সেটা কোনো পরমাণু স্থাপনা নয়। সে কারণে ইরান যদি পারচিন ঘাঁটিতে নতুন কোনো কিছু নির্মাণ করতে চায় তাহলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ কিংবা অন্য কারো কোনো বাধা থাকার কথা নয়।”

    এর আগে, আইএইএ এক প্রতিবেদনে বলেছিল ইরান পারচিন ঘাঁটিতে নতুন একটি সংযুক্ত স্থাপনা নির্মাণ করছে। এ প্রতিবেদনের সূত্র ধরে সাংবাদিকরা জন কিরবিকে প্রশ্ন করেন। irna