মৌলভীবাজার আমতৈল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার নামে ব্যবসা !

    0
    675
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮জানুয়ারী,আলী হোসেন রাজন অতিরিক্ত ভর্তি ফি আদায় বন্ধ করা সহ নয় দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার সদর উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আমতৈল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও ইউনিয়নবাসী ।
    শিক্ষা পন্য নয় অধিকার, অতিরিক্ত ভর্তি ফি আদায় বন্ধ করা , প্রধান শিক্ষকের অপসারন সহ বিভিন্ন প্লে কার্ড নিয়ে আজ ১৮ জানুয়ারি সোমবার সকালে বিদ্যালয় মাঠে আমতৈল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও ইউনিয়নবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে বিদ্যালয়ের কয়েকশত ছাত্র-ছাত্রীসহ অভিভাবক ও এলাকার জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন। এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান সুজিত দাশ, ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম, অভিভাবক রেনা বেগম, বিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল আহমদ, নিলুফা বেগম সহ অনেকে।
    এ সময় বক্তারা আমতৈল উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে সাড়ে বারোশ টাকা ফি নেওয়ার প্রতিবাদ জানান। অতিরিক্ত ভর্তি ফি আদায় বন্ধ করা, বেতন কমানো, সরকারী পরিপত্র অনুযায়ী ভর্তি ফি নির্ধারন, প্রধান শিক্ষকের অপসারন, উপবৃত্তি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠ বন্টন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিলোপ্ত করা সহ এলাকার দরিদ্র শিক্ষার্থীদের লেখা পড়া করার সুযোগ বজায় রাখার দাবী জানান বক্তারা।