হবিগঞ্জে চার শিশু অপহরণে ব্যবহৃত সিএনজি উদ্ধার

    0
    183

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯ফেব্রুয়ারী,হবিগঞ্জ প্রতিনিধি:  বাহুবলে সুন্দ্রাদিঘী গ্রামের চার শিশুকে অপহরণ কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
    শুক্রবার বিকেলে এ সিএনজিটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মোঃ মোশারফ হোসেন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দ্রাদিঘী গ্রামের বাসিন্দা সিএনজি মালিক বাচ্চু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে এ বাড়ির গোয়াল ঘর থেকে সিএনজি নং (হবিগঞ্জ থ ১১-৩৬০৮) উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
    উল্লেখ্য, সুন্দ্রাদিঘী গ্রামের তালুকদার পঞ্চায়েতের চার শিশু নিখোঁজ হয়। এর পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে মাটি চাপা অবস্থায় চার শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
    নিহত শিশুরা হলেন- বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাদিঘী গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০)।