চুনারুঘাটে বাবা-মেয়েসহ ৩জনকে ৬ মাসের সাজা

    0
    234

     ইবটিজিং এ সহযোতা ও সরকারী কাজে বাঁধার অভিযোগ 

    চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়নের মহিমাউড়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর এক ছাত্রীকে ইবটিজিংএ সহযোগিতা ও সরকারী কাজে বাধা দানের অভিযোগে  বাবা মেয়েসহ ৩ জনকে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে।
    জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর গ্রামের  ফুল মিয়ার ছেলে উজ্জল মিয়া  একই গ্রামের  মহিমাউড়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর এক ছাত্রীকে প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়ার পতে ইবটিজিং করে আসছে। গত বৃহস্পতিবার সকালে ওই মেয়ে মাদ্রাসায় আসার পথে ফুল মিয়ার বখাটে ছেলে উজ্জল মিয়া  ইবটিজিং করে এবং এ কাজে তার বাবা ও দুই বোন সহযোতা করে।
    পরে মাদ্রাসা কতৃপক্ষ চুনারুঘাট উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ( ভূমি) নুসরাত ফাতেমাকে অবহিত করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ  আদালত বসিয়ে ফুল মিয়া (৫৫) কে ৬ মাস ও তার মেয়ে বৃষ্টি (১৬) এবং  উড়মি (১৮) কে কারা দন্ড দিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করেন।