নড়াইলে বেরসিক পুলিশের কান্ড ! বিয়ের আসর থেকে

    0
    261

    ৩ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নতুন বরকে গ্রেফতার করে থানায় বসে কাবিনে স্বাক্ষর

    নড়াইল প্রতিনিধিঃ  তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে প্রায় তিনবছর পলাতক থাকার পর পুলিশে চোখ ফাঁকি দিয়ে বিয়ে করতে গিয়ে বেরসিক পুলিশের হাতেই গ্রেফতার হলেন বর জিম খা (২৭)। পরে লোহাগড়া থানায় বসে কাবিনে স্বাক্ষর হয়েছে।
    শুক্রবার বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামে চা ল্যকর এ ঘটনা ঘটেছে । বাকা গ্রামের মালেক মোল্যার মেয়ে রিনি খানমের সাথে একই ইউনিয়নের হামারোল গ্রামের নজরুল ইসলাম খার ছেলে জিম খার (২৭) বিয়ে হচ্ছিলো।

    লোহাগড়া থানার এস আই মিল্টন কুমার দেবদাস জানান, লক্ষ্মীপাশা ইউনিয়নের হামারোল গ্রামের নজরুল খা’র ছেলে জিম খা’র বিরুদ্ধে লোহাগড়া থানায় তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে। সে প্রায় তিন বছর ধরে পলাতক ছিল। শুক্রবার বিকেলে লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামের মালেক মোল্যার মেয়ে রিনি খানমের সাথে বিয়ে হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গী এস আই আতিকুজ্জামান, এ এস আই ওবাইদুল্লাহসহ একটি টিম নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে বর জিম খাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পূর্বে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিলো। গ্রেফতার করে থানায় আনার পর তাদের কাবিননামায় স্বাক্ষর সহ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

    লোহাগড়া থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ বারী আমান জানান, গ্রেফতারকৃত জিম খার বিরুদ্ধে লোহাগড়া থানার মামলা নং-২ তাং ০৬/০৯/১৭, মামলা নং-২৯ তাং ৩০/১২/১৭ ও মামলা নং-১১ তাং ০৯/০৯/১৭ গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে প্রায় তিন বছর পলাতক ছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে বিয়ের পিড়িতে বসেছিলো। খবর পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
    এদিকে বিয়ের আসর থেকে বরকে গ্রেফতার করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।