মুজিব বর্ষ পালনে ভারত থেকে দুই ট্রাক বাজি আমদানি

    0
    227

    এম ওসমান, বেনাপোল প্রতিনিধি : সরকারি ভাবে মুজিব বর্ষ পালনে ভারত থেকে প্রায় ৭ মেট্রিক টন বাজি আমদানি করা হয়েছে।
    শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাজি বহনকারী ট্রাক দুটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে রাতেই  বেনাপোল বন্দর থেকে  বাংলাদেশি দুটি ট্রাক এসব বাজি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

    পণ্য ছাড় কারক প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি নাজমুল ইসলাম জানান, সরকারি ভাবে মুজিব বর্ষ পালনে এসব বাজি ভারত থেকে আমদানি করা হয়েছে। বাজির আমদানিকারক ঢাকার এশিয়াটিক ইভেন্ট মার্কিটিং লি.।

    ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান সনি ফায়ার ওয়ার্কস প্রাইভেট লি.। রাতেই জরুরি ভাবে বন্দর ও কাস্টমসের কার্যাদি শেষে  পুলিশি নিরাপত্তায় বাজি বহনকারী দুটি ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।