সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জানুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটে কানাইঘাট থানাধীন ৪ নম্বর সাঁতবাক ইউনিয়নের পশ্চিম জুলাই (পীরনগর) এলাকার ফয়জুল মিয়ার বাড়ির সামনে চৌরাস্তার মোড় থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. ফখর উদ্দিন (৩২), পিতা—বশির উদ্দিন, সাং—জুলাই (কোনাগ্রাম), থানা—কানাইঘাট, জেলা—সিলেট। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী একটি মামলা (মামলা নং–০৯, তারিখ–২৩/০১/২০২৬) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সেলিম ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
