জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের “গণভোট ” সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও এর ধারণা পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিকাল ৫টায় জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার উপস্থিতিতে উপজেলার পূর্ব বাজার এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কাঁচা বাজার, হোটেল রেষ্টুরেন্টে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন সহ নির্বাচন কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লিফলেটে প্রতিজন ভোটারের নিকট বার্তায় বলা হয় “আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? (হ্যাঁ/না)
(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।
(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।
(গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে-সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।
(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।
জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমদাদুল হক বলেন “গণভোট” পদ্ধতিটি অধিকাংশ ভোটারদের ক্ষেত্রে নতুন হওয়ায় এর সম্পর্কে ধারণা ও সচেতনতা বৃদ্ধি করতে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। তিনি আরো বলেন, পর্যায়েক্রমে উপজেলার সব ইউনিয়নে লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
