আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজার জেলার ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান দুধু মিয়া ইন্তেকাল করেছেন-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাত আটটার দিকে সিলেটের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুমের মৃতদেহ এখনো নিজ বাড়িতে এসে পৌঁছায়নি। মরহুমের নামাজে জানাজা আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা সোয়া দুইটাই উপজেলার লালবাগ শাহি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ধৈর্য ধরার তৌফিক কামনা করেছেন।
