মৌলভীবাজার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “নির্বাচনের আগেই দেশের একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রির নামে শিরক করছে।” তিনি বলেন, জান্নাত-দোজখের মালিক একমাত্র আল্লাহ, সেখানে মানুষের পক্ষ থেকে এমন দাবি শিরকের পর্যায়ে পড়ে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোটাধিকার হরণ ও উন্নয়ন বঞ্চনার অভিযোগ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি
সমাবেশে তারেক রহমান অভিযোগ করে বলেন, ২০০৮ সালের পর ক্ষমতায় এসে একটি স্বৈরাচারী সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। গত ১৫ বছরে ভোটারবিহীন তামাশার নির্বাচন হয়েছে এবং বহু অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরেও মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়নি। ফলে চিকিৎসাসেবার জন্য এখানকার মানুষকে সিলেট বা ঢাকায় যেতে হয়, যা সময়, অর্থ ও জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রতিটি জেলার মানুষের চিকিৎসা অধিকার নিশ্চিত করা হবে এবং অবহেলিত এলাকায় অগ্রাধিকারভিত্তিতে মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
ধর্মের নামে বিভ্রান্তির সমালোচনা করে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রির মাধ্যমে মানুষকে ঠকাচ্ছে এবং মুসলমানদের শিরকের দিকে ঠেলে দিচ্ছে—নাউজুবিল্লাহ। তিনি জনগণকে এ ধরনের শিরক, কুফরি ও মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যারা তখন দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ভূমিকা জনগণ জানে। এখন সময় এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার।
আগামী দিনগুলো কঠিন হবে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, নানা ষড়যন্ত্র মোকাবিলার একমাত্র পথ হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা। জনগণের মতামতের ভিত্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এ সময় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সমাবেশে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।
