আমার সিলেট: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলের ঐক্য জোটে শুরুতেই ভাঙন দেখা দিয়েছে। জোটের শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।
চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ অন্তত দুটি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিরোধ ও টানাপোড়েন দীর্ঘদিন ধরেই চলছিল। এসব মতবিরোধের জেরে আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জোট থেকে সরে দাঁড়িয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়।
জোটের ভেতরে শরিয়া আইন বাস্তবায়ন ইস্যুতে জামায়াতের অবস্থান নিয়ে ‘অবিশ্বাস’ ও ‘সন্দেহের’ কথা সামনে এসেছে। ইসলামী আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, জোটের ঘোষণাপত্র ও কর্মসূচিতে শরিয়া আইন বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট অঙ্গীকার নেই। এ কারণেই তারা আলাদা জোট কিংবা স্বতন্ত্র রাজনৈতিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
গত দুই দিন ধরে দফায় দফায় বৈঠক হলেও দলগুলোর মধ্যে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এমনকি আসন সমঝোতার চূড়ান্ত অবস্থান জানাতে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনও স্থগিত করতে হয়।
এই প্রেক্ষাপটে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আসন সমঝোতার প্রশ্নে জামায়াত নেতৃত্বাধীন ঐক্য জোট কার্যত ভেঙে পড়ে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেন জোটে এমন পরিস্থিতির সৃষ্টি হলো, সংকটের মূল কারণ কী—তা নিয়েও নানা প্রশ্ন উঠছে।
যদিও জামায়াত নেতারা বলছেন, শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে গিয়ে জোট টিকিয়ে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যখন জোটের ভেতরে অবিশ্বাস ও সন্দেহ তৈরি হয়, তখন সেই সংকট সহজে কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ে।
উল্লেখ্য, ‘ওয়ান বক্স পলিসি’—অর্থাৎ ইসলামী দলগুলোর জন্য একক নির্বাচনী প্রতীক ও এক বাক্সে ভোটের স্লোগান নিয়ে প্রায় নয় মাস আগে জামায়াত, ইসলামী আন্দোলনসহ আটটি ইসলামী দল আসন সমঝোতার লক্ষ্যে একটি যৌথ মোর্চা গঠন করে। নির্বাচনের আগে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের দাবিতে তারা যৌথ আন্দোলনেও নেমেছিল।
তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন থেকে সরে এসে দলগুলো আসন সমঝোতা নিয়ে তৎপর হয়। শেষ পর্যন্ত ইসলামী শরিয়া বাস্তবায়নে কার্যকর নিশ্চয়তা না থাকার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলের ঐক্য মঞ্চ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
