জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটার দায়ে ১জনকে আটক এবং ১লক্ষ টাকা জরিমানা করা হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জৈন্তাপুর এর ফেইসবুক আইডি সূত্রে জানাযায়, ১৯ ডিসেম্বর শুক্রবার ভোররাত ৪টা হতে সকাল ৮ঘটিকা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকায় সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পাহাড় ও টিলা কাটা চক্রের সদস্যরা অভিযান বিষয় টের পেয়ে পালিয়ে যায়। তবে অন্যত্র মাটি কাটার দায়ে ১জন ড্রাইভারকে ৩ দিনের জেল এবং ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য ইতোপূর্বে বিষয় সর্ম্পকে সর্তক করা হয় কিন্তু প্রশাসনের নিষেদাজ্ঞা অমান্য করেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা ফেইসবুক আইডিতে জানান, অভিযানের বিয়টি ডিসি অফিসের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে অচিরেই পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে।নিয়মিত মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান উপরোক্ত বিষয়ে কেউ তদবির করলেও আইনের আওতায় আনা হবে। জৈন্তাপুর বাজার সংলগ্ন পুকুর পরিষ্কার করা হয়। আমরা যারা নতুন আসি যাই এ সময়ে অনেক অসাধু সুবিধা নেয়। সেজন্য মুরব্বি সমাজের প্রতিনিধিরা যদি পাহাড়, বালু এবং অন্যান্য সম্পদ রক্ষার্থে এক থাকতেন তাহলে আমাদের কাজ সহজ হত। অর্থ্যাৎ রাতে বা দিনে যেখানেই অপরাধ সেখানে মেম্বার, চেয়ারম্যান, জনপ্রতিনিধি বা মুরব্বি প্রাথমিক দায়িত্ব পালন করতেন এবং বিচার করতেন (তবে আইন হাতে তুলে নিয়ে নয়) এই অপরাধ সংঘটিত হত না। তিনি বিশ্বাস করেন জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এলাকার সকল মুরুব্বিরা ঐক্যবদ্ধ হয়ে সকল অপকর্ম আইন হাতে তুলে নেয়া ছাড়া প্রতিহত করবেন। সকলে ঐক্যবদ্ধ হলে কারো সাহস থাকবে না অপকর্ম করার। আমার বিশ্বাস জৈন্তাপুর নিজেদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সক্ষম হবে এবং অশুভ শক্তি দূর হবে।
তিনি আর ছোট একটি বিষয় উল্লেখ করেন : বেশিরভাগ সাংবাদিক ভাল তবে কিছু আছে ক্ষতিকর। আমি আশা প্রকাশ করেন সকলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ভাল সাংবাদিকে জৈন্তাপুর পরিপূর্ণ হবে।
