জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ধরা পড়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য, আটক ১।
পুলিশ জানায়, ২২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে সিলেট-তামাবিল মহাসড়কের মাস্থিংহাটি এলাকায় এসআই জাকিরেুল ইসলামের নেতৃত্ব চেকপোষ্ট পরিচালনা করা হয়। এই সময় পর্যটকবাহী হাইয়েজ গাড়ী (ঢাকা-মেট্রো-চ-১৬-৪৮৬৭) তল্লাসী পরিচালনা করে পুলিশ। শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ৯৫ প্যাকেট ওরিও বিস্কুট, ৩০বক্স কিটকাট চকলেট, ফরচুন বাশমতি চাউল, ৬৫০পিছ ডেইরি মিল্ক চকলেট, ৫০০ পিছ সাফারী চকলেট জব্দ করা হয়। এই ঘটনায় গাজীপুর জেলার কাশিমপুর থানার লোহাকুর গ্রামের ছোবহান মোল্লার ছেলে মতিন মোল্লা (৩৮) কে আটক করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে চেকপোষ্ট পরিচালনা করে ভারত হতে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা পণ্য সহ একব্যক্তিকে আটক করা হয়েছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
