জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ সুরক্ষায় অভিযান চালিয়ে পানি ব্যবহার না করে পাথর ভাঙার দায়ে দুইটি স্টোন ক্রাশার মিলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে উপজেলার চার নম্বর বাংলা বাজার এলাকার ক্রাশার মিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ক্রাশার মিলগুলো পানি ব্যবহার না করে পাথর ক্রাশিং করছিল, ফলে ধুলাবালির কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ অবস্থায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুইটি ক্রাশার মিলকে প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভবিষ্যতে পানি ব্যবহার ছাড়া পাথর ক্রাশিং না করার শর্তে মিল মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে অন্যান্য ক্রাশার মিল মালিকদেরও পরিবেশবান্ধবভাবে কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, “পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ দুটি ক্রাশার মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে উপজেলার সব এলাকায় পরিবেশ আইন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।”
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
