জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১০টি নতুন এয়ারগান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় গত সোমবার (১৯ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৪টার দিকে সিলেট–তামাবিল মহাসড়কের করিচের ব্রিজের উত্তর পাশে একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে থামানোর সংকেত দিলে তারা দ্রুত মোটরসাইকেলটি রেখে একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করে ভারতীয় তৈরি ক্যামো রঙের ৪টি ও কালো রঙের ৬টি নতুন এয়ারগান উদ্ধার করা হয়। এছাড়া আরোহীদের ব্যবহৃত একটি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ১০টি এয়ারগানের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মোটরসাইকেলযোগে এয়ারগান বহনকারী পলাতক দুই আরোহীর পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
