জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারীনদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার সিলেট–তামাবিল মহাসড়কসংলগ্ন সারীঘাট দক্ষিণপাড় বেদে বস্তি নামক ভাঙনকবলিত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজন শ্রমিক এবং একটি ট্রাক আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকাও নেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “পরিবেশ সুরক্ষার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সরকারি আইন লঙ্ঘন করে কেউ যেন প্রাকৃতিক সম্পদের অপব্যবহার না করতে পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
