জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পর্যটকবাহী বাস হতে ৬১পিস ভারতীয় কম্বল সহ ১জনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার সম্মুখে চেক পোষ্ট বসিয়ে পর্যটকবাহী বাস তল্লাসী চালিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কম্বল নিয়ে যাচ্ছে চোরাচালান চক্রের সদস্যরা। সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এসআই মাহমুদুল হাসানের নেতৃত্ব সন্ধ্যা ৬টা ৫০টা মিনিটে চেকপোষ্ট বসিয়ে পর্যটকবাহী (সৌদিয়া পরিবহন) বাসগাড়ী (ঢাকা-মেট্রো-ব-১৫-৭৭০৪) তল্লাসী করে ভারতীয় ৬১পিছ কম্বল সহ ১জনকে আটক করা হয়। তল্লাসী কালে অতি সুকৌশলে ১জন চোরাকারবারী পালিয়ে যায়। আটক ব্যক্তি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাপাসিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ সরকারের ছেলে মো. রজিন সরকার (৩৪)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে চেকপোষ্ট বসিয়ে পর্যটকবাহী বাসগাড়ী তল্লাসী করে ৬১পিছ কম্বল সহ ১জনকে আটক করা হয়। ৮ ডিসেম্বর সকালে আটক ব্যক্তিকে বিশেষ ক্ষমতাআইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
