নড়াইল প্রতিনিধি: নড়াইলে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ শ্লোগানকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস , নড়াইল এর আয়োজনে বীরশ্রেষ্ট নূর মোহম্মদ ষ্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালাম।
এ টুর্নামেন্টে জেলার ১২টি কলেজ অংশ গ্রহন করছে।
উদ্বোধনী খেলায় নড়াইল আব্দুল হাই সিটি কলেজ ১-০ গোলে আশার আলো মহাবিদ্যালয়, তুলারামপুরকে পরাজিত করে।
জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অ্যাপ্স ) মোঃ রকিবুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) আহসান মাহমুদ রাসেল, জেলা ক্রীড়া অফিস ও ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন কলেজের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
