সুজয় বকসী,নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় টি.এম.বি. ব্রিকস নামে একটি অবৈধ ইট ভাটায় কালিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেক ভূম্যমান আদালত পরিচালিত হয়েছে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার কালিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস এর নেতৃত্বে উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের টি.এম.বি. ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ ভাবে ভাটা পরিচালনার অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী একটা মামলা দায়ের করে ২ লক্ষ (২,০০,০০০/-) টাকা জরিমানা করা হয় হয় এবং ভাটা ভেঙ্গে দিয়ে তৈরী কৃত ইট পানি দিয়ে নষ্ট করে দেয়া হয়।
কালিয়া থানা পুলিশ এবং কালিয়া ফায়ার সার্ভিস এর সদস্যসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।