Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বেগম খালেদা জিয়ার জীবনাবসান:এক ইতিহাসের অন্ত্যিম অধ্যায়

    December 31, 2025

    মৌলভীবাজার-১ আসনে ৭ জনের মনোনয়নপত্র দাখিল

    December 30, 2025

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল

    December 30, 2025
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, December 31
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»প্রশিক্ষণ»পিরোজপুরে টিএফজিবিভি প্রতিরোধে গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা
    প্রশিক্ষণ

    পিরোজপুরে টিএফজিবিভি প্রতিরোধে গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

    amarsylhetBy amarsylhetNovember 20, 2025Updated:November 30, 2025No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয়

    আমার সিলেট, বরিশাল,২০ নভেম্বর ২০২৫: বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও পিরোজপুর গণউন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন, করণীয় সম্পর্কে স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী এবং বিশেষ অতিথি ছিলেন মো. আব্দুল্লাহ-আল-মাসুদ, সহকারী জেলা তথ্য কর্মকর্তা, পিরোজপুর।

    কর্মশালায় পিরোজপুর জেলার ৩০জন গণমাধ্যম পেশাজীবী অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে তাঁরা ডিজিটাল উন্নয়ন এবং প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে জাতীয় দৈনিক, টিভি, স্থানীয় দৈনিক পত্রিকা এবং অনালাইন নিউজ পোর্টাল এবং গণমাধ্যমে ভূমিকা রাখবেন এবং সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, যা TFGBV মোকাবিলার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়নকে এগিয়ে নেবেন।

    কর্মশালার উদ্দেশ্য হল প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা- এর প্রেক্ষিত ধরন, প্রভাব এবং প্রতিরোধে সংশ্লিষ্ট, আইন/নীতিমালা এবং বাংলাদেশের ডিজিটাল উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে গণমাধ্যম পেশাজীবীদের সুস্পষ্ট ধারণা প্রদান করা, গণমাধ্যম পেশাজীবীদের নিজ নিজ প্রতিষ্ঠানে সহকর্মীদের মধ্যে টিএফজিবিভি প্রতিরোধ সম্পর্কিত জ্ঞান এবং জবাবদিহিতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে সচেষ্ট করা, ডিজিটাল উন্নয়ন ও টিএফজিবিভি প্রতিরোধ, প্রশমন ও করণীয় বিষয়ক বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরিতে উৎসাহ প্রদান করা, যাতে তারা তাদের প্রতিবেদন প্রচারের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন, অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্ক গঠনের মাধ্যমে অব্যাহত সহযোগিতা ও তথ্য বিনিময়ের সহায়ক পরিবেশ সৃষ্টি করা এবং গণমাধ্যম পেশাজীবীদের টিএফজিবিভি-সম্পর্কিত বিষয়সমূহ চিহ্নিত করে প্রতিবেদন প্রচার/প্রকাশ এবং অ্যাডভোকেসির মাধ্যমে স্থানীয় পর্যায়ে টিএফজিবিভি প্রতিরোধ ও প্রশমনে সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের ভূমিকা ও করণীয় নিশ্চিতকরণে ভূমিকা রাখতে উৎসাহিত করা ।

    কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন জিয়াউল আহসান, নির্বাহী পরিচালক, পিরোজপুর গণউন্নয়ন সমিতি ও সদস্য বিএনএনআরসি বোর্ড অব ট্রাস্ট। তিনি কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। মূল প্রবন্ধে তিনি পিরোজপুর জেলা তথা সহিংসতার ব্যাপকতা ও আইনি প্রতিক্রিয়ার সীমাবদ্ধতা, তথ্য ও ব্যবস্থাপনার ঘাটতি এবং নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকার বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেন। তিনি পিরোজপুরের স্থানীয় চিত্র, অগ্রগতি ও সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন। পাশাপাশি তিনি পিরোজপুরের পরিবর্তনের জন্য আশাবাদ ও করণীয় নিয়েও আলোচনা করেন। তিনি আলোচনায় পিরোজপুরের জন্য সংক্ষিপ্ত নীতিগত সুপারিশ তুলে ধরেন।

    বিএনএনআরসি বাস্তবায়ন করছে ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (TFGBV) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পটি। প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

    বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা (TFGBV): ধারণা, ধরন, নেতিবাচক প্রভাব, ডিজিটাল ডেভেলপমেন্ট ও এর ধারণা, কাঙ্ক্ষিত ফলাফল ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। তিনি উপস্থাপনায় স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের মাঝে ডিজিটাল ডেভলপমেন্ট ও প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে তাদের করণীয় এবং সংবাদ প্রচারের জন্য তথ্য সংগ্রহের নতুন নতুন ক্ষেত্র ও অংশীজন নির্বাচনের ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

    উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৮জন ডেজিগনেটেড স্পিকার আলোচনায় অংশগ্রহণ করেন। অন্যান্য অংশগ্রহণকারীগণও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। তাঁরা প্রযুক্তির মাধ্যমে সহিংসতা প্রতিরোধের জন্য নিজ নিজ জায়গা থেকে বিষয়টি সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন TFGBV-র ধরন, প্রতিরোধ, প্রশমন ও করণীয় সম্পর্কে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও অংশগ্রহণকারীগণ TFGBV প্রতিরোধে নতুন স্টেকহোল্ডার যেমন; আইএসপি, বিভিন্ন কেবল নেটওয়ার্ক প্রতিনিধি, বিকাশ, রকেট এর বিভিন্ন এজেন্টদের বিষয়টি জানানোর উপর গুরুত্ব আরোপ করেন।

    উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন। পাশাপাশি তারা প্রযুক্তির মাধ্যমে প্রতারণা প্রতিরোধের জন্য নিজ নিজ জায়গা থেকে বিষয়টি সম্পর্কে সংবাদ প্রচার, বিভিন্ন সচেতনতামুলক অনুষ্ঠানে TFGBV-র ধরণ, প্রতিরোধ, প্রশমন ও করণীয় সম্পর্কে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যম পেশাজীবীগণ প্রতিরোধে নতুন স্টেক হোল্ডারগণ যেমন; আইএসপি, বিভিন্ন কেবল নেটওয়ার্ক প্রতিনিধি, বিকাশ, রকেট এর বিভিন্ন এজেন্টদের বিষয়টি জানানোর উপর গুরুত্ব আরোপ করেন।

    সাংবাদিকদের বিরুদ্ধে প্রযুক্তির সহায়তায় সংঘটিত সহিংসতা মোকাবিলায় করণীয় ও উদ্যোগ সম্পর্কে বিভিন্ন মতামত সংগ্রহ করা এবিষয়ে সাংবাদিকবৃন্দ সহিংসতার ধরনের তালিকা তৈরী, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন ও যোগাযোগ স্থাপন, সহিংসতার শিকার সাংবাদিকদের যথাযথ সরকারী সহায়তা নিশ্চিতকরণের বিষয়টি তুলে ধরেন।

    বিশেষ অতিথি মো. আব্দুল্লাহ-আল-মাসুদ, সহকারী জেলা তথ্য কর্মকর্তা, পিরোজপুর, তাঁর বক্তব্যে ডিজিটাল ডেভলপমেন্ট ও টিএফজিবিভি সংক্রান্ত প্রত্যন্ত অঞ্চলের জনগণের অভিজ্ঞতাগুলো তুলে এনে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের গুরুত্ব আরোপ করেন।

    কর্মশালার প্রধান অতিথি মো. আলাউদ্দিন ভূঞা জনী তাঁর বক্তব্যে বলেন, TFGBV তথা নতুন নতুন বিষয় সম্পর্কে সাংবাদিকদের নিজেদের জানতে হবে এবং সকলকে জানানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, ভূলতথ্য, অপতথ্য কঠিন হাতে দমন এবং মিডিয়ার সক্রিয় ও সঠিক তথ্য প্রবাহের নিশ্চয়তাই পারে সত্যের জয় নিশ্চিত করতে। তিনি সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তার জন্য সাংবাদিকগণ তাঁেদর লেখনির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ মাধ্যমে সকলকে যথাযথ সরকারী সহায়তা নিশ্চিতকরণের বিষয়টি তুলে ধরেন।

    পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম তাঁর বক্তৃতায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্ক গঠনের মাধ্যমে অব্যাহত সহযোগিতা ও তথ্য বিনিময়ের সহায়ক পরিবেশ সৃষ্টি করে গণমাধ্যম পেশাজীবীদের টিএফজিবিভি-সম্পর্কিত বিষয়সমূহ চিহ্নিত করে প্রতিবেদন প্রচার ও প্রকাশ করার ওপর জোর দেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড’র কর্মশালা অনুষ্ঠিত

    November 23, 2025
    Leave A Reply

    টপ পোষ্ট

    ডিজিটাল ন্যানো লোনের রিফাইন্যান্স সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাইমব্যাংকে’র চুক্তি

    November 18, 202566 Views

    শ্রীমঙ্গলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে হত্যার হুমকিতে থানায় সাধারণ ডায়েরি

    December 22, 202553 Views

    শ্রীমঙ্গলে রশনি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ফোরক্লিপ দুর্ঘটনায় এক নারী নিহত!

    December 3, 202541 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    বেগম খালেদা জিয়ার জীবনাবসান:এক ইতিহাসের অন্ত্যিম অধ্যায়

    By amarsylhetDecember 31, 20250
    মৌলভীবাজার

    মৌলভীবাজার-১ আসনে ৭ জনের মনোনয়নপত্র দাখিল

    By amarsylhetDecember 30, 20250
    বাংলাদেশ

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল

    By amarsylhetDecember 30, 20250
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2025 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.