জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্টের অর্থায়নে ও এসএসসি ১৯৯৬ ব্যাচ, ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্থাপনায় ২০২৫ সালের ৫ম শ্রেণীর ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৩রা জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার দরবস্তে ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল মাঠ প্রাঙ্গণেসংবর্ধনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
হাজী ফখরুল ইসলাম শিক্ষা ট্রাস্টের সদস্য মোঃ আয়াত উল্লাহ্ র সভাপতিত্বে ও সুরঞ্জিত দেব চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ গোলাম গফুর, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হারুণ অর রশিদ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এবং উপজেলার মেধাবী অন্বেষণে ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয়। অতি অল্প সময়ের মধ্যে প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষার বিস্তার ও বৃত্তি প্রদানের মধ্য দিয়ে তারা সফলতার অন্যন্য স্বাক্ষর রেখে চলেছে। মরহুম হাজী ফখরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করে বলেন, সুযোগ্য উত্তরসূরী যুক্তরাষ্ট্র প্রবাসী ফাহাদ মাদানী যে ভাবে ট্রাষ্টের উন্নয়নে ও শিক্ষার প্রসারে ভূমিকা রাখছেন নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। পাশাপাশি ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সকল সদস্য ও নীতি নির্ধারকদের সফলতা কামনা করা হয়। ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়নে উপদেষ্টা পরিষদ ও প্যানেল বোর্ডের সম্মানিত সকল শিক্ষকবৃন্দদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফারুক আহমেদ আজাদ, আবদুর রহিম, ফরিদ আহমদ, বিদ্যুৎ কুমার দাস, মঞ্জুরানী সরকার, ফাহিমা বেগম, পপি রানী দাশ, দুলাল চন্দ্র দেব, বিজন দেব, রিন্টু চন্দ্র পাল, মামুনুল ইসলাম, কবির উদ্দিন, ফখরুল আলম, জয়নাল আবেদীন, মোঃ জাকারিয়া, সুমন চন্দ্র দেব, জালাল উদ্দিন, সামসুন নাহার রুবি, মাহবুবুল আম্বিয়া, ছয়ফুল আলাম সহ অন্যান্যরা।
ফ্রেন্ডশিপ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এ উত্তীর্ণ টেলেন্টপুলে ১৪ জন, সাধারণ গ্রেডে ২৯ জন ও বিশেষ বৃত্তি হিসেবে ১০ জন পরীক্ষার্থীর মাঝে বৃত্তির নগদ অর্থ, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
