আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হাড়কাঁপানো শীতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারি কমিশনার (ভূমি) ও বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়া।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরের ফুটপাত, অলিগলি ও বস্তিতে ঘুরে ঘুরে শীতে কষ্টে থাকা মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
জানা যায়, পৌষের তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, দুর্গম ও নিম্নআয়ের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা করছেন, ঠিক সেই সময় রাতের আঁধারে ছিন্নমূল মানুষের খোঁজে বের হন সহকারি কমিশনার (ভূমি)। শীতবস্ত্রের অভাবে কষ্টে থাকা দিনমজুর, ভ্যানচালক, ভিক্ষুক ও বস্ত্রস্বল্প নারী-পুরুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি। অনেক ক্ষেত্রে বস্তিতে গিয়ে ঘুমন্ত মানুষদের ডেকে তুলে শীতবস্ত্র পৌঁছে দেন।
শীতার্ত মানুষজন জানান, গভীর রাতের নিস্তব্ধতায় হঠাৎ সরকারি কর্মকর্তার উপস্থিতি ও কম্বল পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। মারাত্মক শীতে এমন মানবিক সহযোগিতা পাবেন তা তারা কল্পনাও করেননি।
স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে যেমন সহায়ক হয়েছে, তেমনি জনমনে প্রশাসনের প্রতি আস্থা ও ভালোবাসা বাড়িয়েছে,তীব্র এই শীতে এ ধরনের কার্যক্রম ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গের চালিয়ে যাওয়া জরুরি।
