আমার সিলেট রিপোর্ট: শ্রীমঙ্গল উপজেলা শহরের মৌলভীবাজার রোডস্থ এসকে রায় কমপ্লেক্সের স্বত্বাধিকারী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক প্রয়াত সত্যেন্দ্র কুমার রায় (এসকে রায়) এর জ্যেষ্ঠ ছেলে এবং সুমন রায়ের বড় ভাই, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি স্বপন কুমার রায় (৭১) মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সোমবার (১৫ ডিসেম্বর) সিলেট থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মহাসড়কে বিকেল সাড়ে চারটার দিকে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, তারা দুই ভাই এক বোন এর মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার স্ত্রী সহ দুটি সন্তান রয়েছে। একটি ছেলে ও মেয়ে উভয়েই প্রবাসী। তারা দেশে আসার পর আগামী বুধবারের কোন এক সময় মৃতের অন্তেষ্টিক্রিয়া শহরের পৌর শ্মশান ঘাটে সম্পন্ন হবে।
তার মৃত্যুতে শ্রীমঙ্গলের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়িকবৃন্দ শোক প্রকাশ করেছেন।
