ছাতক প্রতিনিধ (সুনামগঞ্জ): বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অটল দেশপ্রেম ও দৃঢ় নেতৃত্ব আজও জাতির জন্য প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ–৫ আসনের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কালারুকা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে হাসনাবাদ বাজারে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।কলিম উদ্দিন মিলন বলেন,“বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে। তাঁর নেতৃত্ব ছিল সাহস, সততা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত।”তিনি বলেন,“গণমানুষের ভালোবাসাই একজন নেতার সবচেয়ে বড় শক্তি। বেগম জিয়া ও জিয়া পরিবারের প্রতি মানুষের যে বিপুল ভালোবাসা, তা এই সত্যের প্রমাণ।”অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা জামিনুল হক।
Monday, January 12
