জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা – জুড়ী) আসনে মোট ৭ জন সংসদ সদস্যপ্রার্থী সোমবার সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে বড়লেখায় সহকারি রিটার্নিং অফিসার ও বড়লেখা ইউএনও গালিব চৌধুরীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন পাঁচজন সংসদ সদস্যপ্রার্থী।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বেলা আড়াইটায় জুড়ীতে সহকারি রিটার্নিং অফিসার ও ইউএনও এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বড়লেখায় মনোনয়নপত্র জমাদানকারি প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম, খেলাফত মসলিশ ও মনোনীত প্রার্থী মৌলভী লুকমান আহমদ,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরিফুল ইসলাম ও গণঅধিকারের আব্দুন নুর।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
