সালেহ আহমদ (স’লিপক): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে বৃহত্তর সুন্নী জোট মনোনীত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (নিবন্ধন নং ৩০, প্রতীক চেয়ার) এর প্রার্থী সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোঃ ইলিয়াছ বৃহত্তর সুন্নী জোট মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন।
পার্টির সুত্রে জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এ সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান মুকুল, কেন্দ্রীয় সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, সদর উপজেলা সভাপতি মাওলানা শেখ শফিকুল হাসান রেজভী, সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সাধারণ সম্পাদক আব্দুছ ছাত্তার মোরশেদ, ইসলামী ছাত্রসেনা জেলা সাধারণ সম্পাদক মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে হাফেজ মোঃ ইলিয়াছ মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং নবী করীম (দ.) এর প্রতি সালাতুসালাম জানিয়ে আগামীর বাংলাদেশে কোরআন-সুন্নাহর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মৌলভীবাজার-৩ আসনের সর্বস্তরের মানুষের কাছে চেয়ার প্রতীক সমর্থনে ভোট, দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
