কাওছার ইকবাল, শ্রীমঙ্গল,মৌলভীবাজার থেকে: শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ রাফি আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল পৌসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দুধু মিয়া, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মতলিব, সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু প্রমূখ।
বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নূরে আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, জামাতে ইসলামী শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,কাওছার ইকবাল,সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, রুবেল আহমদ,আ: শুকুর,বাংলাদেশ খেলাফত যুব মজলিশ শ্রীমঙ্গল শাখার সভাপতি মোঃ মোজাহিদুল ইসলাম, ব্যবসায়ী শাহীন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সদস্য সচিব নিলয় রশীদ তন্ময়, এনজিও প্রতিনিধি এস এ হামিদ প্রমূখ।
এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে পৌরসভার আয়তন বর্ধিত করন প্রকল্পের দীর্ঘসূত্রিতা, পর্যটন শিল্প বিকাশ, শিশু উদ্যান বাস্তবায়ন, পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্র নির্মাণ, বাইপাস সড়ক নির্মাণ, ময়লার ভাগাড় প্রকল্পের অগ্রগতি, যানজট নিরসনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, জনগণের সকল ভাল উদ্যাগের সাথে আমি থাকব। সবার বক্তব্যে যেসব সমস্যা রয়েছে তা আমি খোঁজ নিয়ে দেখব। জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে আমাকে জেলার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতায় জেলার সার্বিক উন্নয়ন ও মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে কাজ করে যাবো।
