শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের দেশব্যাপী এক যোগে তিন দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
আজ বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে তোফায়েল আহমদ,পরিবার পরিকল্পনা পরিদর্শক,সভাপতি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি, মৌলভীবাজার জেলা শাখা, মোঃ জিয়াউল হোসেন পরিবার পরিকল্পনা পরিদর্শক,সভাপতি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখা।
মোঃ কামাল মিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখা।
আফিয়া খাতুন তালুকদার পরিবার কল্যাণ পরিদর্শিকা,মৌসু কিমি আক্তার ঝুমা পরিবার কল্যাণ সহকারী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিশ্বজিৎ চক্রবর্ত্তী পরিবার পরিকল্পনা পরিদর্শক অনামিকা পাল পরিবার কল্যাণ পরির্শিকা,সাত্বনা রানী দেব
পরিবার কল্যাণ পরিদর্শিকা,জেসমিন আক্তার ,পরিবার কল্যাণ সহকারী,কাজী আবদুল্লাহ আল মামুন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ অন্যান্য কর্মচারীবৃন্দ এ কর্মসূচি পালন করে যাচ্ছে।
কর্মসূচী পালন কালে পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি তোফায়েল আহমদ বলেন, নিয়োগবিধি হালনাগাদ না হওয়ায় পদোন্নতি, বেতন বৈষম্য ও প্রশাসনিক জটিলতায় মাঠপর্যায়ের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকদের দীর্ঘদিনের দাবি। দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত। বহুবার দাবির পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে আমাদেরকে আন্দোলনে নামতে হচ্ছে।
কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ও মাঠপর্যায়ের নারী কর্মীরা অংশ নেন।
৩০-৪০ বছর ধরে নিয়োগ বিধি পালন না হওয়ায় তাদের ন্যায্য দাবি আদায়ের পক্ষে নেতৃবৃন্দ অবিলম্বে সংশোধিত নিয়োগবিধি বাস্তবায়ন, কর্মপরিবেশ উন্নয়ন এবং মাঠপর্যায়ের নারীকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
