আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ভূনবীর ইউনিয়নের বাবুরবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করাকালীন সময়ে মাদক কারবারি সুজন দাস (৩৫) নামের একজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। তার বাবার নাম মৃত শৈলেন চন্দ্র দাস,সাং ভীমসি, ভুনবীর, থানা শ্রীমঙ্গল,জেলা মৌলভীবাজার।
এ সময় ধৃত মাদক কারবারির নিকট থেকে ৫০ (পঞ্চাশ) বোতল মদ, (৫০ লিটার) উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ২৫,০০০/ টাকা।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানান-আসামীকে ৫ই জানুয়ারি যথাযথ আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
