আমার সিলেট রিপোর্ট: শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের অন্তর্গত ভৈরবগঞ্জ বাজার সংলগ্ন দিলীপ কমপ্লেক্সের বাসার গেরেজের সম্মুখ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি Apache ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার এএসআই আবু তালেব আমার সিলেট কে জানান, স্থানীয় সংবাদ এর ভিত্তিতে অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না স্যারের নির্দেশে কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার সংলগ্ন দিলীপ কমপ্লেক্সের গ্যারেজের সম্মুখ থেকে অজ্ঞাত নামা কোন লোক বা লোকজন কর্তৃক রেখে যাওয়া একটি Apache RTR 160 4V লাল কালারের মোটর সাইকেল গত তিন দিন যাবত পরিত্যক্ত অবস্থায় পরে ছিল।
পরে সংবাদ প্রাপ্তির ভিত্তিতে অফিসার ইনচার্জ স্যার আমাকে ঘটনাস্থলে পাঠালে আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ছবিতে সংযুক্ত লাল কালারের Apache RTR 160 4V মোটর সাইকেলটির ঘাড় লক ভাঙ্গা এবং ইঞ্জিন সুইচের তার কাটা, সামনের চাকায় হাইড্রোলিক তালা লাগানো। এলাকায় অনেক খুঁজাখুঁজি করে মালিক না পেয়ে অফিসার ইনচার্জ স্যারের অনুমোতিক্রমে গাড়ীটি থানায় নিয়ে আসি এবং স্যারের নির্দেশক্রমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে কেউবা কারা সাইকেলটি ফেলে গেছে। এমতাবস্থায় গাড়ির প্রকৃত মালিক কে সকল প্রকার কাগজপত্র সহ শ্রীমঙ্গল থানায় যোগাযোগ করার জন্য অফিসার ইনচার্জ জানিয়েছেন।
