জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে হাইওয়ে থানা পুলিশের চেকপোষ্ট অভিযানে পর্যটকবাহী বাসগাড়ী তল্লাসী করে ভারতীয় ৯৬পিছ কম্বল সহ ২জনকে আটক করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানায়, ৯ ডিসেম্বর মঙ্গলবার ৩টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে চেকপোষ্ট এস.আই (নিরস্ত্র) মো. নাজমুল হকের নেতৃত্ব অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানাধীন জাফলং পর্যটন স্পট হতে ছেড়ে আসা পর্যটকবাহী রয়েল পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৫-৭২০০) বাসগাড়ীটি তল্লাসী করে ৯৬ পিছ ভারতীয় চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কম্বল জব্দ করা হয়। চোরাচালানের কম্বল পরিবহনের দায়ে ২জনকে আটক করা হয়। আটককৃতরা হল নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা গ্রামের ওয়াজেল হক এর ছেলে মো. আল আমিন ভূইয়া (৩৪) এবং একই গ্রামের আব্দুল আওয়াল এর ছেলে মো. মাহমুদুল হাসান মোহন (৩৯)। আটককৃতরা কম্বল ক্রয়ের বৈধ কোন রশিদ দেখাতে পারে নাই।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদ প্রাপ্ত হয়ে পর্যটকবাহী বাসগাড়ী তল্লাসী চালিয়ে ৯৬ পিছ কম্বল সহ ২জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহন পূর্বক আদালতে প্রেরণ করা হবে।
