রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট): সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট–তামাবিল মহাসড়কের হরিপুরস্থ সিলেট গ্যাস ফিল্ড সেনাক্যাম্পের চেকপোস্টে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের সদস্যরা একটি লেগুনা গাড়ি (নম্বর: সিলেট-ছ ২৩০৮) তল্লাশি করেন। এ সময় গাড়িটি থেকে ORIS ব্র্যান্ডের ৫০০ প্যাকেট এবং PATRON ব্র্যান্ডের ৯৯০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাউদপাড়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে জুবায়ের হোসেন এবং একই ইউনিয়নের উপরশ্যামপুর গ্রামের তুতা মিয়ার ছেলে আলিম উদ্দিন।
সেনাক্যাম্প সূত্র জানায়, আটককৃতদের এবং জব্দকৃত পণ্য মঙ্গলবার দুপুর ২টার দিকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরাচালান প্রতিরোধে এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
