আমার সিলেট ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নামে এর মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথা থেকে গুলি বের করা হয়েছে বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে গুলিবিদ্ধ হাদিকে দেখে এসে এ তথ্য জানিয়েছেন তিনি।
মঞ্জু বলেন, সিএমএইচে নেয়ার কথা বলা হয়েছিলো, তবে অবস্থা স্ট্যাবল না হওয়ায় আপাতত ঢামেকেই চিকিৎসা দেয়া হবে। হাদির ব্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। পরিস্থিতি সংকটাপন্ন বলেও জানান তিনি।
অপরদিকে ডা. আমিনুল ইসলামের সুত্রে জানা যায়, তিনি লিখেন,অপারেশন সম্পুর্ন হয়েছে। তিনি আরো লিখেন হাদির বাম পাশে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি (মাথার বাঁদিকে চাপ কমানোর জন্য খুলির অংশ অপসারণের অস্ত্রোপচার) সম্পন্ন হয়েছে।গুলি তার মাথার বাম পাশে লেগে ব্রেনের ভেতরে ছিল।
যখন তাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয় তখন তার কার্ডিয়াক এরেস্ট হয়েছিল কিন্তু তিনি আল্লাহর রহমতে সারভাইভ করে যান।
যখন তাকে হাসপাতালে আনা হয় তখন তার GCS-3 ছিল, চোখের মনি আংশিক ডায়ালেটেড ছিল।ব্রেইন ইডিমা ছিল।ব্রেইন ডেথ এর ফিচার ছিল। তিনি বর্তমানের লাইফ সাপোর্টে আছেন।তাকে CMH এ ট্রান্সফার করা হবে।
