জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি, আমারসিলেট, ১৮, ডিসেম্বর: সিলেটের জৈন্তাপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা সহ বিভিন্ন রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
১৮ নভেম্বর মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা’র সভাপতিত্বে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নুরুল ইসলাম খানের সঞ্চালনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল উপ-সহকারী কৃষি অফিসার, বিভিন্ন ইউনিয়ন হতে আগত উপকারভোগী কৃষকবৃন্ধরা।
সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হয়। সরকারের এই সহায়তা যাতে যথাযথ ভাবে কাজে লাগে, সে জন্য কৃষকদের আন্তরিক ভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন।
জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার বলেন, এ কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে বড় ভূমিকা রাখবে এবং তাদের আধুনিক কৃষি ভাবনায় উৎসাহিত করবে। রবি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ ও ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে ৪শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে ১ কেজি করে সরিষার বীজ, পাশাপাশি ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমপি সার বিতরণ করা হয়।
কৃষকদের সাথে কথা বলে জানা যায়, মৌসুম শুরুর আগে বাজারে সার ও বীজের দাম বৃদ্ধির কারণে তারা চিন্তিত ছিলেন। তবে বিনামূল্যে সরিষার বীজ এবং প্রয়োজনীয় সার পেয়ে তাদের প্রাথমিক ব্যয়ের চাপ অনেকটাই কমে গেছে।
নতুন মৌসুমের শুরুতে এ সরকারি সহায়তা কৃষকদের কাছে শুধু প্রণোদনা নয়-বরং তাদের প্রচেষ্টা ও আত্মবিশ্বাসকে করবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। যথাযথ তদারকি ও কৃষকদের আন্তরিকতায় পেলে জৈন্তাপুরে সরিষা আবাদে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
