ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সুনামগঞ্জের ছাতকে এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাতক উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গত সোমবার বাদ আসর গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে দুপুর থেকেই মসজিদে এবং দলীয় কার্যালয়ে নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। জোহর নামাজের পর থেকেই মুসল্লিরা দলে দলে সমবেত হতে থাকেন। বাদ আসরের নামাজ শেষ হলে মিলাদ ও দোয়া মাহফিল শুরু হয়। পুরো মসজিদ প্রাঙ্গণ ‘আমিন, আমিন’ উচ্চারণে মুখরিত হয়ে ওঠে।
দোয়া পরিচালনা করেন গোবিন্দগঞ্জ কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব, এবং গোবিন্দনগর ফজলিয়া ফাজিল সিনিয়র আলীয়া মাদ্রাসার আরবি অধ্যাপক মাওলানা ময়ুনুল ইসলাম মমিন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্য দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।তিনি বলেন—“বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের বাকস্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তার আপোসহীন ও সাহসী নেতৃত্বের কারণেই তিনি দলের সীমা ছাড়িয়ে পুরো জাতির অভিভাবকে পরিণত হয়েছেন।”তিনি আরও বলেন, “ছাতক-দোয়ারাবাজারসহ সারাদেশের মানুষ দেশনেত্রীর অসুস্থতায় ব্যথিত। আল্লাহর রহমতে এবং দেশের মানুষের দোয়ায় তিনি খুব দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন—এটাই আমাদের বিশ্বাস।”
কলিম উদ্দিন আহমেদ মিলন দেশব্যাপী সকল নেতা–কর্মী ও দেশবাসীর প্রতি বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
নেতাকর্মীদের উপস্থিতি ছিলেন—সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ময়নুল ইসলাম খসরু ও নাদের আলম, সদস্য আতাউর রহমান এমরান, দিদার আলম, জেলা যুবদলের সহ–সাধারণ সম্পাদক জহির হোসেন, বিএনপি নেতা আব্দুল হক, শামীম আলম নোমান, আব্দুর রউফ, মো. নজির আহমদ, আলী হোসেন মানিক, শরীফ হোসেন, জগলু মিয়া, ইমাদ উদ্দিন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলোয়ার হুসেন নজমুল, আনাম আহমদ, সুজন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. বাহা উদ্দিন শাহী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল মমিন, হেলাল আহমদ, মুহিবুর রহমান, লিকসন আহমদ, কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. ফজর আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ, সায়েস্তা মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ফয়ছল, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্র নেতা মিয়া সাদ, সাব্বির আহমদ, ইমন আহমদ, ওয়ালিদ হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের শত শত নেতাকর্মী।
বিশাল এ দোয়া মাহফিলে মসজিদ চত্বর ছাড়িয়ে আশপাশের এলাকা পর্যন্ত মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তরুণ থেকে প্রবীণ—সব বয়সের মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য হাত তুলে দোয়া করেন। দোয়া শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবরুক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলকে ঘিরে অনুভূতি দোয়া মাহফিলে আগত নেতৃবৃন্দ বলেন—বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় স্বাধীনতা ও মানুষের ন্যায়–অধিকারের সংগ্রামের প্রতীক। তার অসুস্থতার খবর পেয়ে দেশের সাধারণ মানুষসহ প্রবাসী বাংলাদেশিরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
মাহফিলে অনেক নেতা–কর্মী আবেগাপ্লুত হয়ে বলেন—আমাদের দেশনেত্রী দ্রুত সুস্থ হোন। তিনি সুস্থ হলেই দেশের গণতন্ত্রের পথ আবার আলোকিত হবে।” ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান—বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে ধারাবাহিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়ার মাধ্যমে জাতির শান্তি কামনা অনুষ্ঠানের শেষে মাওলানা ময়ুনুল ইসলাম মমিন সমগ্র জাতির রোগমুক্তি, শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। তিনি বিশেষভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থার স্থায়িত্বের জন্য দোয়া করেন।
মোনাজাতে অংশগ্রহণকারী হাজারো মুসল্লির কণ্ঠে ‘আমিন’ ধ্বনি পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এ সময় অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা জানান—
“আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে খুব শিগগিরই দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশের মানুষের অধিকার আদায়ে আবার নেতৃত্ব দেবে।
