আমার সিলেট রিপোর্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় আজ শনিবার (৩ জানুয়ার জানুয়ারি ২০২৬) দুপুর দুইটায় পুলিশ নারী কল্যান সমিতি, (পুনাক), মৌলভীবাজার জেলার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে মিসেস সায়মা আক্তার, সভানেত্রী, পুনাক, মৌলভীবাজার জেলাসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শীতবস্ত্র (কম্বল) পেয়ে তাদেরকে বেশ খুশি দেখায়।
মৌলভীবাজার জেলা পুলিশ এবং পুনাকের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন অব্যাহত থাকবে বলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন।
উল্লেখ, পূনাকের উদ্যোগে এ ধরনের আয়োজন অব্যাহত রাখলে নিম্ন আয়ের মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তির চলে আসবে এবং অন্যান্যরা ও তাদের পাশে দাঁড়াতে উৎসাহিত হবে বলে অনেকেই মনে করছেন।
