কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): বিগত দুই দশক যাবত একটি প্রভাবশালী চক্র মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে অবৈধভাবে বালু লুটপাট করে চলেছে। প্রশানের নিয়মিত অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু লুটের মহা উৎসবে মেতে উঠেছে দুষ্টচক্র।
সোমবার ৫ জানুয়ারি সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকনের নেতৃত্বে ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার ‘জৈতার বন’ নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৩০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়।
প্রশাসন সূত্র জানায়, জব্দকৃত বালু পরবর্তীতে বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
এদিকে অবৈধ বালু ব্যবসা ও এর সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন বলেন, আমরা জানার সাথে সাথে অভিযান পরিচালনা করছি। আমাদের অবস্থান জিরো টলারেন্সে। ছাড় দেবার কোন সুযোগ নেই। আমরা এলাকাবাসীর সহযোগিতাও কামনা করছি।
অপরদিকে অভিযোগ রয়েছে এই অবৈধ বালু উত্তোলন ও পরিবহন ব্যবসার সাথে একটি বড় সিন্ডিকেট জড়িত। যাদের থেকে নিয়মিত মাসোহারা নিয়ে থাকে একটি চক্র, স্থানীয়দের অনেকেই দাবি করে বলেন ,যখন নিয়মিত মাসোহারা পেতে কোন সমস্যা হয় তখনই তারা প্রশাসনকে দায়ী করে বিভিন্ন ভাবে লেখালেখি করে পরিস্থিতি ঘোলাটে করে অন্ধকারে মাছ শিকার করার চেষ্টা করে এতে কেউ কেউ সফল হয়ে যায়। এ অবস্থায় প্রশাসনকে নিয়মিত জোরালো ভুমিকা না নিলে পরিবেশের যেমন ক্ষতি হবে তেমনি লাভবান হবে অপরাধী চক্র, সরকার হারাবে বিশাল অংকের রাজস্ব।
