জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৪ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়।
৬ই জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় জৈন্তাপুরস্থ রাজবাড়ী ফুটবল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, আমেনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউটের সুপারেন্টেন্ডেন্ট হেলাল আহমেদ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দরা।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। ইভেন্ট গুলোর মধ্যে বালক ও বালিকা দুই গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা খেলায় অংশ নেয়। যার মধ্য বিভিন্ন ক্যাটাগরীতে দৌড় প্রতিযোগিতা, বর্শা নিক্ষেপ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ত্রী-লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দন্ড যোগে উচ্চলাফ, দড়ি লাফের মত ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
